রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল হাটের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা সবজি শেডগুলো অবশেষে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে শেডগুলো দখলমুক্ত করা হয়। অভিযানে পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পারইল হাটের ভেতরে স্বল্প আয়ের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্মিত সবজি বিক্রির শেডগুলো গত কয়েক মাস ধরে লোহার বেড়া দিয়ে ঘিরে অবৈধভাবে দখল করে রেখেছিল কিছু প্রভাবশালী ব্যক্তি। এতে করে প্রকৃত সবজি বিক্রেতারা সরকারি এ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, “বিষয়টি নিয়ে কয়েকবার অভিযোগ পাওয়ার পর প্রথমে দখলকারীদের সরেজমিনে সতর্ক করা হয় এবং তাদের স্বেচ্ছায় শেড খালি করার জন্য কিছুদিন সময় দেওয়া হয়। তবে তারা প্রশাসনের নির্দেশনা অমান্য করে শেড দখল করে রাখে।”
তিনি আরও জানান, পুনরায় অভিযোগ পাওয়ার পর তিনি স্বশরীরে হাটে গিয়ে দখলদারদের সঙ্গে কথা বলেন এবং তাদের বৈধতা সম্পর্কে জিজ্ঞাসা করেন। কিন্তু কেউই কোনো বৈধ কাগজপত্র বা যৌক্তিক ব্যাখ্যা দেখাতে পারেননি। পরে উপস্থিত জনগণের সামনে শেডে বসানো অবৈধ স্টিলের খাঁচা খুলে ফেলা হয় এবং শেড পুনরায় দখলমুক্ত করে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়।
এই অভিযান চলাকালীন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ দেখা যায়। তারা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বলেন, “শুধু পারইল হাট নয়, উপজেলার যেকোনো জায়গায় অবৈধভাবে সরকারি স্থাপনা দখল করে রাখার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের জন্য নির্ধারিত সুবিধা কোনোভাবেই দখলদারদের হাতে তুলে দেওয়া হবে না।”
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার জাহিদুল ইসলাম বলেন, “এই হাটের সবজি শেডগুলো মূলত গরীব কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল। প্রশাসনের এ পদক্ষেপে প্রকৃত ব্যবসায়ীরা এখন স্বস্তিতে ব্যবসা করতে পারবে।”
উল্লেখ্য, এধরনের অভিযান সরকারি সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকারই পরিচায়ক বলে মনে করছেন সচেতন মহল।