নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। ঝাউগড়া ব্রিজ থেকে গইছখালী পর্যন্ত চলমান একটি পাকাকরণ প্রকল্পে ব্যবহৃত ইট মানহীন ও নাজুক বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি বহুদিন ধরেই চলাচলের অনুপযোগী ছিল। দীর্ঘ সময় ধরে উন্নয়নের দাবি করে এলেও তেমন সাড়া মেলেনি। অবশেষে প্রকল্পের কাজ শুরু হওয়ায় মানুষ আশার আলো দেখেছিল। কিন্তু কাজ শুরু হওয়ার পরই দেখা যায়, রাস্তার ভিত্তির জন্য যে ইট ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের — সামান্য চাপেই গুঁড়ো হয়ে যাচ্ছে।
আচারগাঁও গ্রামের বাসিন্দা হারুন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে এই রাস্তায় কাদা ও ধুলোয় ভোগান্তি পোহাতে হয়েছে। এখন উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু তা যদি টেকসই না হয়, তবে তো রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।”
একই এলাকার নারী উদ্যোক্তা রুবিনা আক্তার বলেন, “এমন নাজুক ইট দিয়ে রাস্তা নির্মাণ করলে বর্ষা মৌসুমেই ধ্বসে পড়বে। আমাদের যাতায়াতে আবার ভোগান্তি শুরু হবে। আমরা চাই টেকসই নির্মাণ, দায়সারা উন্নয়ন নয়।”
এলাকাবাসীর দাবি, এই অনিয়মের পেছনে সংশ্লিষ্ট ঠিকাদার বা প্রকল্প তদারকির দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের গাফিলতি রয়েছে। তারা দ্রুত কাজ বন্ধ রেখে নির্মাণসামগ্রী পরীক্ষা ও পুনঃমূল্যায়নের আহ্বান জানান।
এ বিষয়ে এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে প্রকল্প তদারকির জন্য একটি তদন্ত টিম গঠন করা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিইডি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। এখানে কোনো প্রকার ত্রুটি থাকলে সেটি শুধু আর্থিক ক্ষতিরই নয়, জনভোগান্তিরও কারণ হবে।”
সাধারণ মানুষ এখন চাইছে, দায়সারা উন্নয়ন নয়— প্রকৃত মানের রাস্তা হোক, যেন ভবিষ্যতে আর দুর্ভোগ না পোহাতে হয়।