রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেদারুল ইসলামকে দলীয় সাংগঠনিক নিয়ম ভঙ্গের অভিযোগে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এবং দলের সাংগঠনিক নিয়ম লঙ্ঘনের কারণে কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে বেদারুল ইসলামকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করে ইউনিয়ন কমিটির কার্যক্রম চলমান রাখা সম্ভব হয়।
রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন সাংবাদিকদের বলেন, “বেদারুল ইসলাম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন। তাই তাকে পদ থেকে সরিয়ে নতুন দায়িত্বে আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।”
দলের অভ্যন্তরে এ সিদ্ধান্ত নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, এটি একটি কঠোর বার্তা যে দলীয় নিয়ম-নীতির বাইরে গিয়ে কেউ দায়িত্বে থাকতে পারবে না।
এদিকে নতুন দায়িত্ব পাওয়া আবুল কালাম আজাদ বলেন, “দল আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিতে।”
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্বে কাশিমপুর ইউনিয়নের রাজনীতি আরও গতিশীল ও শক্তিশালী হবে।