বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
“একটি গল্প, একটি শিক্ষা—সচেতন হই, শিশুকে পানিতে ডোবার হাত থেকে বাঁচাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস। এ উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে সিআইপিআরবি (সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশে প্রতিবছর শত শত শিশু পানিতে ডুবে প্রাণ হারায়। আমাদের সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সিআইপিআরবি’র উপ-পরিচালক মোঃ আবুল বরকাত, ডেপুটি ম্যানেজার ফারহানা ফেরদৌস, এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ মোতাহের হোসাইন এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান।
বক্তারা বলেন, “শিশুদের পানির আশেপাশে একা না রাখা, সাঁতার শেখানো, সুরক্ষিত খেলার জায়গা তৈরি করা এবং অভিভাবকদের সচেতন করা—এই কয়েকটি পদক্ষেপই পানিতে ডুবার মতো দুর্ঘটনা প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে।”
আলোচনা শেষে শিশুদের জন্য আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের চিত্রে ফুটে ওঠে পানিতে ডোবা রোধে সচেতনতামূলক বার্তা ও দৃশ্য। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও রুমানা আফরোজসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি শিশুদের মাঝে সচেতনতা সৃষ্টি, অভিভাবকদের সতর্কতা এবং সমগ্র সমাজকে সচেষ্ট করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা, যাতে শিশু মৃত্যু কমে এবং পানির মতো বিপজ্জনক উপাদান থেকেও শিশুদের নিরাপদ রাখা যায়।