1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড় সদর উপজেলা মহিলা দলের সাথে মতবিনিময় সভায় ব্যারিস্টার নওশাদ জমির: “আর অপেক্ষা নয়, মাঠে নামার সময় এসেছে” বাকেরগঞ্জে “ইখলাস” স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন: মানবতার পথে তারুণ্যের অঙ্গীকার বাঘায় চুরিসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি আটক, চিহ্নিত চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শেরপুর সীমান্তে আবারও ২১ জন রোহিঙ্গা পুশইন করলো ভারত: উদ্বেগে সীমান্তবাসী বিয়ের আড়ালে প্রতারণা: রাজশাহীতে আত্মগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার মধুপুরে লুডু খেলা নিয়ে বিরোধ, যুবককে ছু’’রি’’কা’’ঘা’’তে গুরুতর আহত গাজীপুরের শ্রীপুরে সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, অভিযুক্ত শিক্ষককে সরানোর নির্দেশ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বাকেরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল মধুপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড গাজীপুর মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত: নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দিচ্ছেন ইউএনও রুমানা আফরোজ।
বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দিচ্ছেন ইউএনও রুমানা আফরোজ।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
“একটি গল্প, একটি শিক্ষা—সচেতন হই, শিশুকে পানিতে ডোবার হাত থেকে বাঁচাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস। এ উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে সিআইপিআরবি (সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশে প্রতিবছর শত শত শিশু পানিতে ডুবে প্রাণ হারায়। আমাদের সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সিআইপিআরবি’র উপ-পরিচালক মোঃ আবুল বরকাত, ডেপুটি ম্যানেজার ফারহানা ফেরদৌস, এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ মোতাহের হোসাইন এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান।

বক্তারা বলেন, “শিশুদের পানির আশেপাশে একা না রাখা, সাঁতার শেখানো, সুরক্ষিত খেলার জায়গা তৈরি করা এবং অভিভাবকদের সচেতন করা—এই কয়েকটি পদক্ষেপই পানিতে ডুবার মতো দুর্ঘটনা প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে।”

আলোচনা শেষে শিশুদের জন্য আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের চিত্রে ফুটে ওঠে পানিতে ডোবা রোধে সচেতনতামূলক বার্তা ও দৃশ্য। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও রুমানা আফরোজসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি শিশুদের মাঝে সচেতনতা সৃষ্টি, অভিভাবকদের সতর্কতা এবং সমগ্র সমাজকে সচেষ্ট করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা, যাতে শিশু মৃত্যু কমে এবং পানির মতো বিপজ্জনক উপাদান থেকেও শিশুদের নিরাপদ রাখা যায়।

Ask ChatGPT

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট