ইচ এম আলাউদ্দিন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কৈজুরী স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যা আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৈজুরী স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেন। তাদের এই অসাধারণ ফলাফল উদযাপন করতে কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ হাজী অ্যাডভোকেট আব্দুল খালেক। তিনি বলেন, “এই শিক্ষার্থীরা আমাদের গর্ব। তাদের সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, “শিক্ষাক্ষেত্রে এমন অনুপ্রেরণামূলক আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।”
অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল কুইজ প্রতিযোগিতা, যেখানে কৈজুরী ইউনিয়নের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এমন আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে।
অনুষ্ঠান শেষে এক প্রাণবন্ত পরিবেশে ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ ও সামাজিকতা বৃদ্ধির আলোচনাও অনুষ্ঠিত হয়। অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে যেভাবে কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
শিক্ষার্থীরা জানায়, সংবর্ধনা ও পুরস্কারপ্রাপ্তি তাদের ভবিষ্যতের পথ চলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা তাদের শিক্ষক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এভাবে কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করায় প্রতিষ্ঠানের প্রতি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে।