1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নানা আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন বাঘায় দুই সন্তানের জননীর আত্মহত্যা, তদন্তে পুলিশ বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নান্দাইলের আচারগাঁওয়ে গ্রামীণ রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী রাণীনগরের কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আবুল কালাম কৈজুরী স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাণীনগরে পারইল হাটের অবৈধ দখলে থাকা শেড দখলমুক্ত করলো প্রশাসন টিকটক কনটেন্ট বানাতে গিয়ে গৃহিণীর মর্মান্তিক মৃত্যু, গাজীপুরে চাঞ্চল্য কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে এইচ এম হাসান ইমাম খোকন ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্নপূরণের পথে পঞ্চগড়ে শেষ হলো ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ

জাতীয় নির্বাচনের দাবিতে শেরপুরে গণসংযোগে মাঠে প্রিয়াঙ্কা

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
ছবি প্রতিনিধি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
৩১ দফা বাস্তবায়ন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে জনসমর্থন আদায়ে মাঠে নেমেছেন শেরপুর-১ আসনের সাবেক ধানের শীষ প্রার্থী, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

মঙ্গলবার (১০ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার চরপক্ষীমারি, বলায়েচর, চরমোচারিয়া ও লছমনপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। অন্তত ৮টি পৃথক পথসভায় তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই—এটাই বিএনপির অবস্থান। নির্বাচন এখন জনতার দাবি। বিগত চারটি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনের নামে তামাশা করেছে আওয়ামী লীগ, দিনের ভোট রাতে নিয়েছে।”

তিনি আরও বলেন, “২০১৮ সালে আমি শেরপুর-১ আসনে নির্বাচন করেছিলাম। আমার বিজয় নিশ্চিত জেনে রাতে নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করা হয়। মাত্র এক ঘণ্টার ভোটে আমি ত্রিশ হাজার ভোট পেয়েছিলাম। আওয়ামী লীগের অত্যাচারে আমরা কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে পারতাম না। কারো সঙ্গে কথা বললেই মামলা দেওয়া হতো।”

ডা. প্রিয়াঙ্কা আরও বলেন, “ডিসেম্বর মাসের নির্বাচনের দাবি শুধু বিএনপির একক দাবি নয়, দেশের ৯০ শতাংশ রাজনৈতিক দল এই সময়ের মধ্যেই নির্বাচন চায়। এরপর রমজান, পরীক্ষাসমূহ, ঘূর্ণিঝড় ও আবহাওয়ার প্রতিকূলতা চলে আসবে—তাই নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই।”

তিনি বলেন, “গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কেউ মাঠে, কেউ ধানক্ষেতে রাত কাটিয়েছেন। এত ত্যাগ-তিতিক্ষার পর দল এখন আরও শক্তিশালী হয়েছে। এই ত্যাগই দলের বড় শক্তি।” শেরপুরে উন্নয়নের জন্য তিনি গ্রুপিং নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সদর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, শহর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে দেশের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সে সময় আওয়ামী লীগের হামলা-ভাংচুর উপেক্ষা করে তীব্র প্রতিরোধ গড়ে তুলে সারাদেশে আলোচিত হন তিনি। সেই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেতে তিনি এলাকায় চষে বেড়াচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট