আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃরাজশাহীর চারঘাট উপজেলার গৌড়শহরপুর নতুনপাড়া গ্রাম থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই মো. মাহাবুব আলম। অভিযানে গ্রেপ্তার হন মোসাঃ উম্মাতুন (৫০)। তিনি চারঘাট থানার গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দীনের স্ত্রী।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে চারঘাট সারদা ট্রাফিক মোড় এলাকায় দায়িত্ব পালনকালে তারা গোপন সূত্রে জানতে পারেন—উক্ত এলাকার এক বাড়ির কাছে দুইজন মাদক কারবারি ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালালে একজন পালিয়ে গেলেও উম্মাতুনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা শপিং ব্যাগে ৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলের পাশে ফেলে যাওয়া একটি প্লাস্টিক ব্যাগ থেকে আরও ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনার সময় পালিয়ে যাওয়া মাদক কারবারি মো. মানিকের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত উম্মাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।