আশিকুর রহমান, গাজীপুর:
১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১৬ জুন) বিকেলে গাজীপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ মাজহারুল আলম। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ।
বক্তারা বলেন, ১৬ জুন বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে একটি গভীর শোক ও আত্মবিশ্লেষণের দিন। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাকশাল সরকার দেশের সব বেসরকারি সংবাদপত্র বন্ধ করে দেয়, এবং কেবল চারটি পত্রিকা (দৈনিক বাংলা, দ্য বাংলাদেশ অবজারভার, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ টাইমস) সরকারি নিয়ন্ত্রণে চালু রাখে। এতে মতপ্রকাশের স্বাধীনতা ও সত্য জানার অধিকার বিপর্যস্ত হয় এবং হাজারো সাংবাদিক চাকরি হারান।
আলোচনায় বক্তারা আরও বলেন, বর্তমান সময়েও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। স্বাধীন মতের জন্য কোনো কোনো সংবাদমাধ্যম বন্ধ করা হয়েছে, সম্পাদকদের কারাগারে পাঠানো হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ ১৩ বছরেও হয়নি, যা দুঃখজনক।
বক্তারা ১৬ জুনকে ইতিহাসে রাখার আহ্বান জানিয়ে বলেন—আর কোনো কালো দিবস ফিরে না আসুক। রাষ্ট্র হোক সহনশীল, গণমাধ্যম হোক স্বাধীন, সমাজ হোক তথ্যনির্ভর ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত।
আলোচনায় আরও বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, আইনজীবী এডভোকেট মোঃ জাকিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক নাসির আহম্মেদ, আমিনুল ইসলাম, জেইউজির সাংগঠনিক সম্পাদক রেজাউল বারী বাবু, সাংবাদিক নজরুল ইসলাম আজহার, হুমায়ুন কবির, শামসুল হক লিটন, তারেক রহমান জাহাঙ্গীর, গাজী খলিলুর রহমান, মাজহারুল ইসলাম প্রমুখ।