মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে অটো রিকশা ও সিএনজি চালক শ্রমিক সমিতির বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এবারের নির্বাচনে ৪১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে ৯টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. বাদশা মিয়া এবং সহকারী নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলাম।
নির্বাচন পর্যবেক্ষণে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা:
সভাপতি পদে: হাছান আলী (চেয়ার), আমিনুল ইসলাম (দোয়াত কলম), রবিউল ইসলাম (মোটরসাইকেল), আল মতিন (সিএনজি)
সেক্রেটারি পদে: আনোয়ার হোসেন (বাইসাইকেল), মহন মিয়া (আনারস), আনোয়ার হোসেন (চাকা)
সহ-সভাপতি পদে: আমিনুল ইসলাম (টেলিভিশন), আনোয়ার হোসেন (মোবাইল), আলমগীর হোসেন (তলোয়ার)
যুগ্ম সাধারণ সম্পাদক: আলম মিয়া (চশমা), হামিদুল মিয়া (আপেল)
কোষাধ্যক্ষ: তাইজুল ইসলাম (মই), মিজানুর রহমান (কলসি)
সাংগঠনিক সম্পাদক: মনির মিয়া (ফুটবল), শমসের আলী ভুট্টু (কবুতর)
দপ্তর সম্পাদক: রুবেল মিয়া (গোলাপ ফুল), সুমন মিয়া (হেলিকপ্টার)
প্রচার সম্পাদক: বিল্লাল হোসেন (বাঘ), কামাল মিয়া (রিকশা)
কার্যকরী সদস্য: খবির মিয়া (খেজুর গাছ), সাদ্দাম মিয়া (আম)
ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর বিজয়ী প্রার্থীরা দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন।