মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনাইদ আলম। সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গাজী সাইদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, সময়বায় কর্মকর্তা মিনু প্রভা ভৌমিক, প্রেসক্লাব সভাপতি আনিছ আহমেদ হানিফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহীদ উদ্দিন এবং কৃষক প্রতিনিধিরা।
সভায় স্থানীয় কৃষক-কৃষাণী, বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কংগ্রেসে কৃষি উন্নয়ন ও প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।