মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর বেগমগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. মোস্তফা খালেদ (৩০) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত কনস্টেবল বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অভিযান চালায়। এ সময় ৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মোস্তফাকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার মৃত আব্দুল গফুরের ছেলে।
ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নেওয়া হয় এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
তবে বিষয়টি নিয়ে প্রথমে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে সাড়া দিতে অনীহা দেখা যায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “পরে কথা বলবো” — এরপর একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক জানান, “বিষয়টি বেগমগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলুন।” তবে তিনি জেলায় কর্মরত অপর এক সাংবাদিককে নিশ্চিত করেছেন যে, কনস্টেবল মোস্তফার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং তাকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে।
ঘটনার পর জেলা পুলিশের অভ্যন্তরে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে।