মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৫৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপসোন গ্রামের বাসিন্দা। অভিযুক্ত শ্যালক জুয়েল রানা (৩২) কালাই উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামের জলিল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক এক বৈঠকে জুয়েল রানা মাদকাসক্ত বলে আলোচনায় উঠে আসে এবং সিদ্ধান্ত হয় তাকে পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাবে) পাঠানো হবে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জুয়েল উত্তেজিত হয়ে ওঠে এবং কথাকাটাকাটির একপর্যায়ে ছুরি নিয়ে ঘরে ঢুকে তার দুলাভাই শরিফুল ইসলামের বগলের নিচে আঘাত করে। ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জুয়েলকে ধরে ফেলে এবং পুলিশের কাছে সোপর্দ করে। তবে তার আগেই উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে দুটি গরু, খাদ্যসামগ্রী ও আসবাবপত্র লুট করে।
নিহতের চাচা আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “আমার ভাতিজাকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।