মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মো. জাকির হোসেন (২১) নামে একজন জুলাই যুদ্ধাকে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টার অভিযোগে আঃ রহিম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত রহিম উপজেলার প্রতাবনগর এলাকার মৃত খলিল মিয়ার ছেলে।
অপরদিকে ভুক্তভোগী জাকির হোসেন কাংশা ইউনিয়নের আয়নাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ও জমশেদ আলী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ২৯ জুন (রবিবার) বিকেল ৪টার দিকে জাকির হোসেন উপজেলা পরিষদের সামনে ব্যক্তিগত কাজে গেলে রাসেল মিয়া, ফিরুজ মিয়া ও আঃ রহিমসহ ৪-৫ জন যুবক পরিকল্পিতভাবে তাকে মারধর করে একটি অটোতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। জাকিরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অপহরণকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জাকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার রাতেই জাকির হোসেন থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর সোমবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ আঃ রহিমকে গ্রেফতার করে।
জুলাই যুদ্ধা জাকির হোসেন বলেন, “আমাকে যারা ফিল্মি স্টাইলে অপহরণ করতে চেয়েছে, তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আঃ রহিমকে আটক করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।