আশিকুর রহমান, গাজীপুর:
দীর্ঘ এক দশকের অধ্যক্ষ জীবন শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। সোমবার (৩০ জুন) কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৯টায় অধ্যক্ষ রফিকুল ইসলামকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে। এরপর ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী অধ্যক্ষকে সম্মান জানান। বিদায়ী আয়োজনে কলেজজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ফারজানা পারভীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, এবং উপস্থিত ছিলেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় অধ্যক্ষ রফিকুল ইসলামের কর্মময় জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। বক্তব্য দেন তাঁর সহধর্মিণী মাহবুবা রহমান ও কন্যা প্রজ্ঞা। প্রজ্ঞা বলেন,
“টঙ্গী সরকারি কলেজ যেন আমার বাবাকে সম্মানের সঙ্গে মনে রাখে।”
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত রফিকুল ইসলাম বলেন,
“কাল সকাল থেকে আর এই কলেজে আসা হবে না। শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এই কলেজের প্রতিটি অর্জনে আমি নিজেকে জড়িয়ে রেখেছি।”
উপাধ্যক্ষ ফারজানা পারভীন বলেন,
“স্যারের অবদান আমাদের পথচলায় চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানটি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয়, যেখানে অংশ নেন কলেজ পরিবারের সদস্যরা ছাড়াও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনেরা।