1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা প্রদান ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের আশাবাদ আলী রীয়াজের রংপুরে সড়ক সংস্কারে নিষ্ক্রিয়তার প্রতিবাদে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজা অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা! ইউপি সদস্যের জামাইয়ের নম্বরে তুলা হচ্ছে টাকা পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে নাগরিক ফোরামের মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুরে জুলাই মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নালিতাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ সাবেক চেয়ারম্যানের বৃদ্ধা মা শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ের সঞ্চয়পত্র বিতরণ পাঁচবিবিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোটি টাকার বেহাত সম্পত্তি উদ্ধার করলেন সহকারী কমিশনার (ভূমি) রংপুরে জলমহল দখল করে মাছ বিক্রি ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ, থানা-পুলিশে অভিযোগ দায়ের

অভিমান নয়, ভালোবাসার বিদায়—টঙ্গী সরকারি কলেজে অধ্যক্ষ রফিকুল ইসলামের সংবর্ধনা

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
ছবি প্রতিনিধি

আশিকুর রহমান, গাজীপুর:
দীর্ঘ এক দশকের অধ্যক্ষ জীবন শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। সোমবার (৩০ জুন) কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৯টায় অধ্যক্ষ রফিকুল ইসলামকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে। এরপর ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী অধ্যক্ষকে সম্মান জানান। বিদায়ী আয়োজনে কলেজজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ফারজানা পারভীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, এবং উপস্থিত ছিলেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় অধ্যক্ষ রফিকুল ইসলামের কর্মময় জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। বক্তব্য দেন তাঁর সহধর্মিণী মাহবুবা রহমান ও কন্যা প্রজ্ঞা। প্রজ্ঞা বলেন,
“টঙ্গী সরকারি কলেজ যেন আমার বাবাকে সম্মানের সঙ্গে মনে রাখে।”

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত রফিকুল ইসলাম বলেন,
“কাল সকাল থেকে আর এই কলেজে আসা হবে না। শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এই কলেজের প্রতিটি অর্জনে আমি নিজেকে জড়িয়ে রেখেছি।”

উপাধ্যক্ষ ফারজানা পারভীন বলেন,
“স্যারের অবদান আমাদের পথচলায় চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানটি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয়, যেখানে অংশ নেন কলেজ পরিবারের সদস্যরা ছাড়াও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনেরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট