মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক মানসিক প্রতিবন্ধী নারী (বয়স আনুমানিক ৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওই নারী যদুরচর এলাকায় ঘোরাফেরা করতেন। এলাকাবাসী তাকে একজন মানসিক প্রতিবন্ধী নারী হিসেবেই চিনতেন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নিহত নারীর পরিচয় কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।”