আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বাঘা থানা পুলিশ। আটক যুবকদ্বয় হলেন মো. রাসেল (২০) ও মো. মিজানুর রহমান (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুলাই ২০২৫ তারিখে বাঘা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে বাঘা থানার একটি চৌকস দল। এ সময় মো. রাসেল, পিতা–মৃত মজিবর রহমান, সাং–আশরাফপুর এবং মো. মিজানুর রহমান, পিতা–মো. তসিকুল, সাং–আড়পাড়া—এই দুই যুবককে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা বাঘা থানার আওতাধীন এলাকার স্থায়ী বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জান বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।”