মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার আহম্মদনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
লুৎফর রহমান
আব্দুর রশিদ
সাইদুল হক
আব্দুল মান্নান হিরা
আতাউর রহমান
রুকুনুজ্জামান (সাধারণ সম্পাদক, নলকুড়া ইউনিয়ন বিএনপি)
আব্দুল মমিন (সভাপতি, গৌরীপুর ইউনিয়ন বিএনপি)
মোতাহার আলী বেলাল (সাধারণ সম্পাদক, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপি)
আনোয়ার হোসেন (সাধারণ সম্পাদক, হাতীবান্দা ইউনিয়ন বিএনপি)
মনিরুল ইসলাম সোহাগ (আহ্বায়ক সদস্য, উপজেলা যুবদল)
মেহেদী হাসান বিপ্লব (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল)
আরেফিন সোহাগ (আহ্বায়ক, উপজেলা ছাত্রদল)
আব্দুছ ছাত্তার (আহ্বায়ক, রিকশা-ভ্যান-অটোচালক উপজেলা কমিটি)
এসময় হাতীবান্ধা, মালিঝিকান্দা ও গৌরীপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”