নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে কথিত সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের দখলদার সভাপতি নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনে অংশ নেন টিকাপাড়া ও খুলিপাড়ার ভুক্তভোগী এলাকাবাসী।
বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় খুলিপাড়া এলাকা থেকে শুরু হয়ে সাগরপাড়া, রানীবাজার, বাটার মোড় হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, বাংলাদেশ তরুণ দলের রাজশাহী জেলা সহ-সভাপতি মোঃ ডিকেন, মোঃ আজিজ, মোঃ বাদল, আবু রাসেল মনি ও আনোয়ারুল ইসলাম বুলবুলসহ স্থানীয় ভুক্তভোগীরা।
বক্তারা অভিযোগ করেন,
“নজরুল ইসলাম জুলু একজন ভুয়া সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে তার গ্রেপ্তার জনসাধারণের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।”
বক্তারা আরও বলেন, সাংবাদিকতার মুখোশে নজরুল ইসলাম জুলু বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি তার আয়-ব্যয়ের হিসাব তদন্তের আহ্বান জানানো হয়। একই সঙ্গে তার কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি ওঠে।
এছাড়া বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“এই সন্ত্রাসীর দ্বারা যারা নির্যাতিত হয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তার সহযোগীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।”
মানববন্ধনের শেষে বক্তারা বলেন,
“সাংবাদিকতার নাম ভাঙিয়ে কেউ যেন সমাজে অপরাধ করতে না পারে, সেজন্য প্রকৃত সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। কলম ও ক্যামেরার শক্তি দিয়ে এসব ভুয়া সাংবাদিকদের মুখোশ খুলে দিন।”
শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই কর্মসূচি থেকে দ্রুত বিচার ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের জোর দাবি জানানো হয়।