আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা থানার পুলিশ বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী এবং এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গত ৬ জুলাই (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল টিম গড়গড়ি ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ মনসুর আলী (৫০), পিতা- মৃত ইযাকুব আলী, সাং- সুলতানপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী। তাকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
২। মোঃ আজিজুল (৪২), পিতা- মোঃ ইনসান, সাং- বাজুবাঘা নতুনপাড়া, থানা- বাঘা, জেলা- রাজশাহী। তিনি একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেফতারের পর সোমবার (৭ জুলাই) আসামিদের আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বাঘা থানার একটি বিশ্বস্ত সূত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং যেকোনো মূল্যে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।