1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, দেড়শ শিক্ষার্থীর হতাহতের আশঙ্কা বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বাতিল ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন শেরপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা প্রদান ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের আশাবাদ আলী রীয়াজের রংপুরে সড়ক সংস্কারে নিষ্ক্রিয়তার প্রতিবাদে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজা অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা! ইউপি সদস্যের জামাইয়ের নম্বরে তুলা হচ্ছে টাকা পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে নাগরিক ফোরামের মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুরে জুলাই মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নালিতাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ সাবেক চেয়ারম্যানের বৃদ্ধা মা শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ের সঞ্চয়পত্র বিতরণ

হাতিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ব/লৎকা/রে/র অভিযোগে মা/ম/লা, এলাকাজুড়ে তোলপাড়

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের শুল্যুকিয়া গ্রামে নাজেরা জামাতের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম স্থানীয় ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক এবং দক্ষিণ শুল্যুকিয়া জামে মসজিদের খতিব। তিনি একই এলাকার আব্দুল বারেকের ছেলে।

ঘটনাটি ঘটেছে গত ২২ ও ২৩ জুন। সোমবার (৭ জুলাই) ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায়, ২২ জুন রাতে ভুক্তভোগী ছাত্র ঘুমিয়ে থাকার সময় শিক্ষক সাইফুল ইসলাম তাকে বাসায় ডেকে নেন এবং জোরপূর্বক বলৎকার করেন। পরদিন ২৩ জুন দুপুরে ফের একই কৌশলে বাসায় নিয়ে গিয়ে তাকে আবারও বলাৎকার করা হয়।

ঘটনার পর শিশুটির পায়ুতে মারাত্মক ক্ষত ও রক্তক্ষরণ হলে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ১ জুলাই হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একটি প্রভাবশালী মহল অভিযোগটি ধামাচাপা দিতে চেষ্টা করলেও ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নেয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান,
“আমার ছেলে এখনও গুরুতর অসুস্থ। আমরা সামাজিক লজ্জার কারণে প্রথমে কাউকে বলিনি। কিন্তু এরপরও যারা আমাদের চাপ দিচ্ছে, আমরা তাদের ভয় পাই না। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এদিকে দক্ষিণ শুল্যুকিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আক্তার হোসেন জানান,
“ঘটনার কথা শুনেই আমরা শিক্ষক সাইফুল ইসলামকে নামাজ পড়ানো থেকে বিরত থাকতে বলেছি। আমরা পরিবারকে আইনি পদক্ষেপ নিতে উৎসাহ দিয়েছি।”

মাদ্রাসার কয়েকজন সাবেক শিক্ষক অভিযোগ করেন,
“সাইফুল ইসলাম এর আগেও এমন অনৈতিক কর্মকাণ্ড করেছেন। প্রতিবাদ করায় তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাই আমরা মাদ্রাসা ছেড়ে চলে আসি।”

অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন,
“ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট