আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও সদস্য ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে পৌর শহরের গড়কান্দায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর পুত্র ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান লিটন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী ফয়সাল চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন ভিপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা রিপন তালুকদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি কবির আহমেদ, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা রুমান, নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, বাঘবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক এবং নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম।
এর আগে তারেক জিয়ার প্রজন্মদলসহ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সভায় যোগ দেন। এতে মহিলা দলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।