আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার এক আসামি ও আদালতের ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বাঘা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আবির হোসেন ছলিম (৪৫), পিতা: মোঃ আব্দুল খালেক প্রামাণিক, মাতা: মৃত ফাতেমা বেগম, গ্রাম: বাউসা হেদাতিপাড়া, থানা: বাঘা। তিনি একটি নিয়মিত চুরি মামলার আসামি।
২. মোঃ তছিকুল ইসলাম, পিতা: মোঃ ময়েন উদ্দিন, গ্রাম: কেশবপুর, থানা: বাঘা— তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
৩. মোঃ রুবেল (২৭), পিতা: রমু, গ্রাম: দীঘা হাজিপাড়া, থানা: বাঘা— তিনিও আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তাদেরকে বাঘা থানায় নিয়ে আসা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার (৯ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাঘা থানা পুলিশ।