আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে পরিবেশ রক্ষায় নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত ৮০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে প্রশাসন।
বুধবার (৯ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন নার্সারি থেকে এসব গাছের চারা এনে মালিকদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।সরকার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ নিষিদ্ধ ঘোষণা করার পর, মধুপুরে এই প্রথমবারের মতো এ ধরনের কার্যক্রম চালানো হলো। অভিযানের প্রথম দিন (৮ জুলাই) উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশিক পারভেজ। তার সঙ্গে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, যিনি নিজ হাতে চারা কেটে ধ্বংসের কার্যক্রমে অংশ নেন।
দুই দিনে ধ্বংস ৮০ হাজার চারা
প্রথম দিনে ধ্বংস করা হয় ৪০ হাজার চারা, এরপর দ্বিতীয় দিনেও আরও ৪০ হাজার চারা ধ্বংস করা হয়। দুই দিনের অভিযানে মোট ৮০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস হয়েছে।
প্রশাসনের অবস্থান
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন,
“ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মাটির পানি শোষণ, জৈববৈচিত্র্য ধ্বংসসহ এর নানা দিক রয়েছে। যেসব জায়গায় এসব গাছের চারা উৎপাদন ও বিক্রি চলবে, আমরা সেখানেই সরকারের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।”উপস্থিত কর্মকর্তারা
এই সময় আরও উপস্থিত ছিলেন:
উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা
উপজেলা সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজনী নূর রাত্রী
সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
পরিবেশ রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপ প্রশংসনীয় হিসেবে দেখছেন সচেতন মহল। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।