1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীর ঐতিহ্যবাহী নীল কুঠিতে হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে আলোচনার শীর্ষে মো. জসীমউদ্দীন হাওলাদার পঞ্চগড়ে জমি দখল ও অর্থ আত্মসাৎচেষ্টায় দুই ব্যাংক কর্মকর্তা ও অধ্যক্ষ কারাগারে নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, এক জনের শরীরে হাতির পায়ের চিহ্নের ইঙ্গিত মধুপুরে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রাজধানীতে সোহাগ হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল সোহাগ হত্যার প্রতিবাদে রাজশাহীতে রাজপথ কাঁপাল শিক্ষার্থীরা: ‘‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না!’’ নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বকশীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রাম পুলিশ সদস্য আটক, উদ্ধার ইয়াবা ও হেরোইন মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা মিটফোর্ড হত্যা নিয়ে বক্তব্য দিচ্ছেন, পাশে পুলিশ কর্মকর্তারা
সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী— “জড়িত কেউই পার পাবে না”

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে থাকা অন্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি সভ্য সমাজে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তাদের মধ্যে পাঁচজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। গতরাতেও একজনকে আটক করা হয়েছে। এর আগেও র‌্যাব অস্ত্রসহ দুজনকে আটক করেছে, এবং মেট্রোপলিটন পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে। ডিবির টিমও সক্রিয়ভাবে তদন্তে অংশ নিচ্ছে।”

তিনি আরও বলেন, “এই ধরনের সহিংসতা আমাদের সমাজে বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা যেন এমন পরিস্থিতির দিকে না যাই যেখানে মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। এজন্য সমাজের অভিভাবক, শিক্ষক, চিকিৎসক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে এই অসহিষ্ণুতা কমিয়ে আনতে হবে।”

এ সময় তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা কোনো ঘটনা ঘটলে দয়া করে আইন নিজের হাতে তুলবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, তারা ব্যবস্থা নেবে।”

সাংবাদিকদের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর ‘ধীর পদক্ষেপ’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেকেই বলছেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে—তাহলে পাঁচজন কীভাবে গ্রেফতার হলো? বিমানবন্দরের একটি ঘটনায় এক মহিলাকে যিনি উস্কানি দিয়েছেন, তাকেও গ্রেফতার করা হয়েছে। একইভাবে চাঁদপুরের ঘটনায় দোষীদেরও আইনের আওতায় আনা হয়েছে।”

তিনি বলেন, “আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করছি। তবে দেশের প্রতিটি ঘটনা তাৎক্ষণিকভাবে সামাল দেওয়া সবসময় সহজ নয়। কোথাও কোথাও সময় লাগলেও, আমরা চুপ থাকি না—তৎপর থাকি।”

মিটফোর্ডে সোহাগ নামের ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রকাশ্য দিবালোকে এমন নৃশংসতায় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে ধাপে ধাপে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। তদন্তে হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধ ও চাঁদাবাজির সংশ্লিষ্টতার সম্ভাবনা পাওয়া গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য অনুযায়ী, সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এই ঘটনায় জড়িত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট