1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে আলোচনার শীর্ষে মো. জসীমউদ্দীন হাওলাদার পঞ্চগড়ে জমি দখল ও অর্থ আত্মসাৎচেষ্টায় দুই ব্যাংক কর্মকর্তা ও অধ্যক্ষ কারাগারে নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, এক জনের শরীরে হাতির পায়ের চিহ্নের ইঙ্গিত মধুপুরে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রাজধানীতে সোহাগ হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল সোহাগ হত্যার প্রতিবাদে রাজশাহীতে রাজপথ কাঁপাল শিক্ষার্থীরা: ‘‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না!’’ নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বকশীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রাম পুলিশ সদস্য আটক, উদ্ধার ইয়াবা ও হেরোইন মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা শেরপুরে গ্রেফতার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক নজরুল ইসলাম

নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন উপ-প্রেস সচিব আজাদ মজুমদার
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখছেন উপ-প্রেস সচিব আজাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক:
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যেকোনো মূল্যে স্থিতিশীলতা নিশ্চিত করা হবে।”

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক, সুধীজন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, “গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। ইতোমধ্যেই রাজধানীর আলোচিত সোহাগ হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা সরকারের দায়বদ্ধতার প্রমাণ।”

তিনি আরও জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—“নির্বাচনের আগে কিংবা পরে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলতা সহ্য করা হবে না। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে।”

নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু

উপ-প্রেস সচিব আশ্বস্ত করে বলেন, “আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি। এই সরকার একটি অংশগ্রহণমূলক, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। দেশবাসী এবার একটি স্বচ্ছ ভোট দেখবে।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আগের মতো কোনো বাধা ছাড়া সংবাদ পরিবেশন করতে পারবেন। সরকার গঠনমূলক সমালোচনায় বিশ্বাসী। তাই মিডিয়াকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, যাতে তারা নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সাইবার নিরাপত্তা আইন ও ডিজিটাল স্বাধীনতা

সভায় ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে উপ-প্রেস সচিব বলেন, “আগের ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল করে নতুন সাইবার নিরাপত্তা আইন কার্যকর করা হয়েছে। এখানে হ্যাকিং বাদে সকল অপরাধ এখন জামিনযোগ্য। এটি একটি বড় পদক্ষেপ যা জনগণের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে।”

সভায় যারা ছিলেন

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সাংবাদিক, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট