অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি, এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক
সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর নটখানা এলাকায় এক অটোচালককে চেতনানাশক খাইয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত অটোচালকের নাম তোফাজ্জল হোসেন (৩২)। তিনি জেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তোফাজ্জল হোসেন প্রতিদিনের মতো সকালে অটো নিয়ে যাত্রী তুলতে বের হন। নটখানা এলাকায় পৌঁছানোর পর একদল দুর্বৃত্ত কৌশলে তাকে নেশাজাতীয় চেতনানাশক কিছু খাইয়ে অজ্ঞান করে দেয়। এরপর তার অটো ছিনতাইয়ের চেষ্টা করে।
তবে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশ জানিয়েছে,
“আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ আরও জানিয়েছে, অটোচালকদের উদ্দেশ্যে তারা সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে— যেন কেউ অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করেন।