মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৬ জুলাই) বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম অঞ্চলে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের জনতা বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বর্তমান সরকারের মদদে তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে—তা গণতন্ত্র ও দেশের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর সংকেত। তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শুভ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল হুদা পিন্টু, আনিছ আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মিজানুর রহমান বেপারী, মাহবুব মোল্লা, মিরাজ হোসেনসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, প্রশাসনের দমন-পীড়ন ও অপপ্রচার মোকাবিলা করে বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাবে।