নিজস্ব প্রতিবেদক, শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই, ২০২৫) গভীর রাত থেকে সকাল পর্যন্ত এক টানা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে জড়িত পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। তিনি নিজেই নেতৃত্ব দিয়ে উপজেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকা চিহ্নিত করে অবৈধ বালু উত্তোলনের কার্যক্রম বন্ধে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধরা পড়া পাঁচজন হলেন—
১) মো. টুটুল হাওলাদার (৪৮), পিতা: মৃত নাজির হাওলাদার
২) শ্রী দিলীপ চন্দ্র ঘোষ (৫০), পিতা: স্বর্গীয় মোহন চন্দ্র ঘোষ
৩) মো. শাহিনুর রহমান শাহিন (৩৩), পিতা: মাসুদুর রহমান
৪) মো. ইয়াসিন (২৫), পিতা: আবু সাইদ
৫) মো. বাবুল (৪৫), পিতা: আফজল হোসেন
এদের মধ্যে প্রথম তিনজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি দুইজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ধরনের অবৈধ বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। নদীভাঙন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষিজমি ও জনপদ হুমকির মুখে পড়ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।
অভিযান চলাকালে নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকের এই অভিযান তারই অংশ।”
তিনি আরও জানান, নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এই অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশাসনের প্রতি আস্থা ফিরে এসেছে। সচেতন মহল প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ একদিকে যেমন আইন প্রয়োগের শক্ত বার্তা দিচ্ছে, অন্যদিকে অন্যায় কার্যক্রমে জড়িতদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার করছে— যা দীর্ঘমেয়াদে পরিবেশ ও সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।