শাহিন হাওলাদার
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে সাধারণ মানুষের জন্য আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করলো “নিউ লাইফ মেডিকেল সার্ভিস”। আধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক এবং সর্বাধুনিক ডায়াগনস্টিক সুবিধার মাধ্যমে রোগীদের সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নির্মিত এই মেডিকেল সেন্টারটি বাকেরগঞ্জ-কালিগঞ্জ সড়কের বিআইপি কলোনী সংলগ্ন এলাকায় অবস্থিত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাছির উদ্দিন রোকন ডাকুয়া, কো-চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক নাছিম সরদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ আরও অনেকে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাছির উদ্দিন রোকন বলেন, “আমরা চাই বাকেরগঞ্জের মানুষ ঢাকায় না গিয়েও স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পাবে। এটি শুধু একটি ডায়াগনস্টিক সেন্টার নয়, এটি হবে সেবার কেন্দ্রবিন্দু।”
কো-চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা বলেন, “বাণিজ্যের উদ্দেশ্যে নয়, এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ সেবাধর্মী চিন্তা থেকে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয়, অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান এবং সর্বোচ্চ আন্তরিকতা নিয়েই আমরা সেবা প্রদান করবো।”
ব্যবস্থাপনা পরিচালক নাছিম সরদার বলেন, “এই প্রতিষ্ঠানে থাকবে ডাক্তারের সমন্বয়ে পরিচালিত জরুরি বিভাগ, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত চেম্বার, উন্নত মানের ডায়াগনস্টিক ল্যাব, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ইসিজি, কম্পিউটারাইজড ল্যাবরেটরি, অনলাইন রিপোর্টিং সিস্টেম, সার্বক্ষণিক অটোজেনারেটর, অক্সিজেন ব্যবস্থা ও ফার্মেসী সুবিধা।”
তিনি আরও বলেন, “সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে রোগীরা উন্নত সেবা গ্রহণ করতে পারবেন। ফায়ার সেফটির দিকেও আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ভবিষ্যতে ইনডোর চিকিৎসা সেবাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয়রা মনে করছেন, নিউ লাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা বাকেরগঞ্জে স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। সুলভে, দক্ষভাবে ও দায়িত্ব নিয়ে চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার মানুষের আস্থা অর্জন করতে পারবে বলেই তারা আশা প্রকাশ করেন।
[নিউজ গ্রামবাংলা]