1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে গারুড়িয়ার সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মশালা গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল: আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করলো বিএসএফ বকশীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক চাটখিলে তারেক রহমানের বিরুদ্ধে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে আনিছের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীবরদীতে রাতভর অভিযান: অবৈধ বালু উত্তোলনে জড়িত ৫ জনকে কারাদণ্ড গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ, জননিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন রাজশাহীতে চিকিৎসকের শিশুপুত্রকে নির্মমভাবে হ-ত্যা: পাটক্ষেতের ঘাসে মিললো লা-শ ঝিনাইগাতীতে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা উপহার দিলো “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠন

বকশীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে আটক আওয়ামী লীগ নেতা মুনসর আলী ও ছাত্রলীগ নেতা বায়জিদ হোসেনকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হচ্ছে।
পুলিশের ডেভিল হান্ট অভিযানে আটক মুনসর আলী ও বায়জিদ হোসেন — বকশীগঞ্জ, জামালপুর

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং অন্যজন তারই ছেলে, যিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী নেতা।

আটকৃত ব্যক্তিরা হলেন, নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসর আলী মঞ্জু (৬০) এবং তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক বায়জিদ হোসেন কাঞ্চন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মুনসর আলী ও বায়জিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ডেভিল হান্ট অপারেশনের আওতায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং ওই দুইজনকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক অভিযোগ ও তথ্য ছিল, যা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে। পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে আটক হওয়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করছে, অন্যদিকে স্থানীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন ধরনের অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ উঠছিল ওই দুইজনের বিরুদ্ধে। তবে দলীয় ছত্রচ্ছায়ায় তারা পার পেয়ে যাচ্ছিল। পুলিশের এমন অভিযানকে সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছে।

উল্লেখ্য, জামালপুর জেলায় ‘ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানের মাধ্যমে চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, ভূমিদস্যু এবং রাজনৈতিক ছত্রছায়ায় অপকর্মে লিপ্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এর অংশ হিসেবেই বকশীগঞ্জে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হলো।

বকশীগঞ্জ থানার একাধিক সূত্র বলছে, এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং কোনো দল বা সংগঠনের পরিচয় বিবেচনা না করে আইনশৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট