1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর বাঘায় ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটন গ্রেফতার বকশীগঞ্জে সাংবাদিক লিমনের নামে আওয়ামী আইনজীবীর মিথ্যা মামলা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি: অসহায় মানুষের কণ্ঠ শুনলেন ডিসি তরফদার মাহমুদুর রহমান শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা গ্রেফতার নালিতাবাড়ীতে মরাখালি বাজারে ১৯ বস্তা সরকারি টিসিবির চাল জব্দ বাকেরগঞ্জে জামাল খান হত্যা মামলায় ১০ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ মাইলস্টোনে হতাহতদের দোয়া মাহফিলে যাওয়ার পথে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, দুই স্কুলছাত্রী কন্যা আহত নোয়াখালীতে পৃথক অটোরিকশা দুর্ঘটনায় দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু বকশীগঞ্জে দোকানে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ৩ বছরের শিশুর করুণ মৃত্যু উত্তরার বিমান দুর্ঘটনায় ২৭ শিক্ষার্থীর মৃত্যু: বরেন্দ্র প্রেসক্লাবের গভীর শোক ও তদন্তের দাবি

রংপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক ক্যাথল্যাবসহ ‘হার্ট সেন্টার’ — হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
ছবি: প্রতিনিধি

 শরিফা বেগম শিউলী | স্টাফ রিপোর্টার

রংপুরে স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরেকটি মাইলফলক। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্যাথল্যাবসহ একটি পূর্ণাঙ্গ ‘হার্ট সেন্টার’।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে, হাসপাতালের হলরুমে এক বিশেষ আয়োজনে এ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মোঃ আবদুল ওয়াদুদ চৌধুরী। সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শরিফুল ইসলাম

  • রংপুর স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. ওয়াজেদ আলী

  • রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমীন

  • এবং বিভিন্ন চিকিৎসক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার।

অনুষ্ঠানে ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন,

“বাংলাদেশে সাধারণত মানুষ ৫২ বছর বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে পড়ে, যেখানে পাশের দেশগুলোতে একই সমস্যা দেখা দেয় আরও ১০ বছর পরে। এর মূল কারণ হলো খাদ্যে ভেজাল ও অসচেতনতা। আমাদের প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

তিনি আরও জানান,

“এই কেন্দ্রটি দেশের ১৩৭তম হার্ট সেন্টার, যার মধ্যে ঢাকাতেই রয়েছে ৫৬টি। এখন সময় এসেছে ভাসকুলার ও নিউরোলজিকাল বিভাগ চালুর দিকে মনোযোগ দেওয়ার।”

এ সময় রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান,

“রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে আমরা টেলিমেডিসিন সেবা চালু করেছি। পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্যসেবায় বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। হার্ট চিকিৎসা নিয়ে গবেষণার জন্য একটি রিসার্চ সেন্টারও চালু করা হবে।”

নতুন এই হার্ট সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে রংপুর অঞ্চলের হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট