নিজস্ব প্রতিনিধি, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা চালক। ধান ও খড় সরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়া অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্পট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী।
শনিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বাইটকামারী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫)। তিনি নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ৮ জন যাত্রী নিয়ে নকলা থেকে নালিতাবাড়ীর দিকে যাচ্ছিলেন চালক কাজিমদ্দিন। বাইটকামারী ব্রিজ এলাকায় পৌঁছালে সড়কের মাঝখানে রাখা ধান ও খড়ের গাদা সরাতে গিয়ে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঠিক তখনই বিপরীতমুখী একটি দ্রুতগামী পাথরবোঝাই ডাম্পট্রাক এসে উল্টে থাকা অটোরিকশাটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় চালক কাজিমদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহতদের মধ্যে দুইজন—জহিরন নেছা (৫৫) ও আফাজ উদ্দিন (৩২)—কে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর তিন যাত্রী ছাদেক আলী (৩৫), আজাহার আলী (৪০) এবং কাজল রেখা (৩৫) নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের সবাই নালিতাবাড়ীর যোগানিয়া, বাইটকামারী ও গোবিন্দনগর গ্রামের বাসিন্দা।
এ দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠান এবং ট্রাকটিকে আটকের চেষ্টা করেন। তবে ঘাতক ডাম্পট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে মহাসড়কের ওপর খোলা স্থানে ধান ও খড় রাখাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, বারবার সতর্ক করার পরও কিছু অসচেতন ব্যক্তি সড়কের ওপরই ধান ও খড় ফেলে রাখেন, যা এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। ঘাতক ডাম্পট্রাক শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে চালক কাজিমদ্দিনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কটি আন্তর্জাতিক বাণিজ্যপথ হওয়ায় এতে ভারী যানবাহনের চলাচল নিয়মিত। অথচ এ সড়কে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের প্রাণহানির ঘটনা আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তারা।