1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ক্ষুদ্র চাষী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করলো উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিলেন স্কুলছাত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ময়মনসিংহ মেডিকেলে রাজশাহীর বাঘায় এইচটিআই’র উদ্যোগে ৩২৫ শিক্ষার্থীর জন্য ফ্রি দাঁতের চিকিৎসা ও সচেতনতামূলক ক্যাম্প বরিশালে শ্রমিক দলের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল, সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ নান্দাইলে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষ মেলা ও রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও সারমিনা সাত্তার নান্দাইলে অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার, শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতের আলেম ও দেশসেবক দেখেন তিনি পঞ্চগড়ে স্বামীকে হ’ত্যা’র অভিযোগে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা, ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় পুলিশ ঝিনাইগাতীতে বুদ্ধিপ্রতিবন্ধী ভাগিনীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করলেন খালু, আলামত নষ্টে নার্স জড়িত – ধর্ষক গ্রেফতার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, দেড়শ শিক্ষার্থীর হতাহতের আশঙ্কা বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বাতিল ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

শ্রীবরদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু, তদন্তে পুলিশ

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি। সংগৃহীত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মৎস্য প্রকল্পে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে শহিজল হক (৭০) নামে এক প্রবীণ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিংগবরুণা ইউনিয়নের মাধবপুর-মুরগাচুরা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শহিজল হক ঐ গ্রামের মৃত হাজী অছিমদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, শহিজল হক প্রতিদিনের মতো ওই সকালে মাঠে কাজ করতে যান। কাজের অংশ হিসেবে তিনি স্থানীয় এক মৎস্য প্রকল্পের পাড়ে ঘাস কাটছিলেন। সেই প্রকল্পটি উকিল মিয়া নামে একজনের মালিকানাধীন। পাড়ে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংযুক্ত একটি জিআই তারে অসাবধানতাবশত জড়িয়ে যান তিনি। সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এই বৃদ্ধ কৃষক।

শহিজল হকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা জানান, শহিজল হক ছিলেন একজন সহজ-সরল এবং পরিশ্রমী কৃষক। তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকাবাসী শোকাহত।

ঘটনার খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে নিহতের ছেলে সওদাগর হক বাদী হয়ে থানায় একটি ইউডি (Unnatural Death) মামলা দায়ের করেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে গিয়ে শহিজল হকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা গ্রহণ করা হয়েছে এবং যথাযথ তদন্ত চলছে।”

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনাস্থলে থাকা বৈদ্যুতিক তারে কিছু অংশে আবরণ ছিল না, এবং সেটা সেচ পাম্পের সঙ্গে সংযুক্ত ছিল। যদিও প্রকল্পের মালিক উকিল মিয়া দাবি করেছেন, “ঠিক কীভাবে তারটি বিদ্যুতায়িত হয়েছিল, সে বিষয়ে আমি নিশ্চিত নই।” তবে এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পে বিদ্যুতের সংযোগে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

নিরাপত্তাব্যবস্থা ও অসচেতনতার কারণে প্রাণ হারানো এই কৃষকের মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভও তৈরি হয়েছে। তারা বলেন, “প্রজেক্টে যদি সঠিকভাবে বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা থাকত, তাহলে হয়তো শহিজল হক আজ বেঁচে থাকতেন।”

এলাকাবাসী প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, সকল বৈধ ও অবৈধ মৎস্য প্রকল্পে বিদ্যুৎ সংযোগ নিয়ম মেনে দেওয়া হচ্ছে কি না তা তদন্ত করা হোক। একইসঙ্গে, যেসব স্থানে জনগণের যাতায়াত রয়েছে, সেখানে যেন যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এদিকে নিহত শহিজল হকের দাফনকার্য তার পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলো। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

শ্রীবরদী থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট