বাকেরগঞ্জ/বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপর কাঠি গ্রামে ঈদ উদযাপন করতে এসে মধ্যরাতে একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৮ জুন) রাত দেড়টার পর।
গাড়ির মালিক শাহনাজ বেগম জানান, তিনি স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে ঈদ করতে এসেছেন। তাদের বাড়ির সামনে গাড়ি রাখার জায়গা না থাকায় পাশের বাড়ি সাইফুল ও আজিমদের বাড়ির সামনে গাড়িটি (ঢাকা মেট্রো গ ৪৫-৮৩৮৭, আকাশি রঙের) পার্ক করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাড়িটির সামনের গ্লাস, চারটি দরজার গ্লাস এবং লুকিং গ্লাস সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে। সাইফুল জানান, কে বা কারা রাতের অন্ধকারে গাড়ি ভেঙে চলে গেছে। তার ছোট ভাই আজিম বলেন, তারা ঘরের ভেতরে ছিলেন এবং গ্লাস ভাঙার শব্দ শুনে বাইরে এসে ভাঙচুর অবস্থায় গাড়ি দেখতে পান।
একাধিক সূত্রে জানা যায়, সাধারণত সাইফুলদের বাড়ির বাইরের বাতি সারারাত জ্বলে থাকলেও সেদিন রাত ১:৩০ মিনিটে তা বন্ধ করা হয়েছিল। এরপর রাত ২টার পরপরই গাড়ি ভাঙার ঘটনা ঘটে। অনেক সময় ধরে পরিকল্পিতভাবে ভাঙচুর করা হয় বলে সন্দেহ।
সাইফুলের হাতের আঙুলে জখমের বিষয়ে জানতে চাইলে তার স্ত্রী জানান, তিনি ও তার স্বামী বারান্দায় ঘুমাচ্ছিলেন এবং গায়ে আলো পড়ায় তারা বাতি বন্ধ করে দেন। গাড়ি ভাঙার শব্দে সাইফুল দ্রুত ঘরের দরজা খুলতে গিয়ে আঘাত পান।
গাড়ির মালিক শাহনাজ বেগম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়ার পর বাকেরগঞ্জ থানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত তদন্তে ঘটনাস্থলে আসবেন বলে জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনবে।স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।