আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার
গাজীপুর, ১২ জুন:
গাজীপুরের শ্রীপুরে প্রেমিকের হুমকিতে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত ছাত্রীর পরিবার দাবি করেছে, ছেলেটি তার ব্যক্তিগত ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মানসিক চাপে ফেলেছিল মেয়েটিকে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে। নিহত সাদিয়া আফরিন (১৬) দরগারচালা গ্রামের মো. এনায়েত কবিরের মেয়ে। সে সম্প্রতি স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
সাদিয়ার মা নাসিমা খাতুন বলেন, “গতকাল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সাদিয়া। সকালে দরজা না খুললে জানালা দিয়ে দেখি সে গ্রিলের সঙ্গে ঝুলে আছে।”
তিনি আরও জানান, ওয়াদ্দা দীঘিরপাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাইমুল ইসলামের সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল। “প্রায় এক সপ্তাহ আগে আমরা বিষয়টি জানতে পারি। মেয়েটা জানায়, তাদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার সময় ছবি ও ভিডিও তোলা হয়েছিল। সে ছেলেটিকে এসব মুছে ফেলতে বললে, ছেলেটি উল্টো হুমকি দেয়—ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে। তখন থেকেই মেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে।”
নাসিমা আরও বলেন, “দুদিন আগে ছেলেটি আবার দেখা করতে চায়। মেয়ে রাজি না হলে আবার হুমকি দেয়। আমার অবুঝ মেয়ের জীবন শেষ হয়ে গেল, আর সেই ছেলে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াবে—এটা মানা যায় না। আমি আইনের আশ্রয় নেব।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”