মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব-৫ এর একটি অভিযানিক দল। এ সময় পুরাকীর্তি পাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাবুল হোসেন (৬৭) এবং পাঁচবিবি উপজেলার দানেশপুর গ্রামের মোরসালিন সরকার (২৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পুরাকীর্তি পাচার চক্রের সঙ্গে যুক্ত। তারা প্রাচীন মূর্তিটি অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তপথে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর, র্যাব-৫ এর একটি দল নজরদারির মাধ্যমে সোমবার দুপুরে অভিযান চালায়। অভিযানে দানেশপুর এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পাচার চক্রে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী জানান, পাচারচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।