মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে গণ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।
সোমবার (১৬ জুন) সকালে চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোস্তফা কামালের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আজিজ সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে মোস্তফা কামালের বক্তব্য
সমাবেশে নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল বলেন—
“৫ আগস্টের পূর্বে যাঁরা দলীয় পরিচয় গোপন করে চলেছেন, এমনকি আওয়ামী লীগ বা স্বৈরাচারীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তারা এখন বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত। এদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন—
“গত ১৫ বছরে যারা মামলা-হামলা, নির্যাতন সহ্য করে আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদেরকে বিএনপির আগামীর কমিটিগুলোতে মূল্যায়ন করতে হবে। তাহলেই দল শক্তিশালী হবে।”
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন-এর প্রতি এবং নোয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।