ঢাকা, ১৭ জুন:
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানকে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সরওয়ার জাহান ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একাধিক অভিযোগ অনুসন্ধান করছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সাবেক এমপি সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। অভিযোগে বলা হয়, তারা একে অপরের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা মূল্যের সম্পদ অর্জন করে যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে উঠে আসে, অভিযুক্তরা অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তরের মাধ্যমে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা মামলার স্বাভাবিক তদন্তে বাধা সৃষ্টি করতে পারে। এই কারণে আদালত তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেন।