১৯ জুন ২০২৫ | বৃহস্পতিবার
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জুন মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তর আলোচনা হয়।
সভায় গুরুত্বপূর্ণ প্রস্তাব:
সভায় উপস্থিত শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন—
“সম্প্রতি পবিত্র ঈদুল আযহা অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপিত হওয়ায় আমি শেরপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন,
“জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তার সার্বিক চিত্র বিবেচনা করে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ৬টি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা করছি।”
সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং পরবর্তী ধাপে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুমোদনের জন্য প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপস্থিতির তালিকায় ছিলেন: জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি
পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ
রাজনৈতিক নেতৃবৃন্দ
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
পুলিশ সুপার সকলের প্রতি আহ্বান জানান—
“জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃত্ব এবং সাংবাদিকদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় বক্তব্য পর্বে জেলার বিভিন্ন সমস্যা, সমাধান এবং বাস্তবায়নের কৌশল নিয়ে গঠনমূলক আলোচনা হয়।