1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে জমি দখল ও অর্থ আত্মসাৎচেষ্টায় দুই ব্যাংক কর্মকর্তা ও অধ্যক্ষ কারাগারে নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, এক জনের শরীরে হাতির পায়ের চিহ্নের ইঙ্গিত মধুপুরে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রাজধানীতে সোহাগ হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল সোহাগ হত্যার প্রতিবাদে রাজশাহীতে রাজপথ কাঁপাল শিক্ষার্থীরা: ‘‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না!’’ নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বকশীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রাম পুলিশ সদস্য আটক, উদ্ধার ইয়াবা ও হেরোইন মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা শেরপুরে গ্রেফতার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক নজরুল ইসলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাধ্যতামূলক ছুটিতে সায়মা ওয়াজেদ পুতুল: দুর্নীতি মামলার পর বিতর্কিত আঞ্চলিক পরিচালককে সরানো হলো

ঢাকায় চিরিরবন্দর-খানসামাবাসীর সাথে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা
দিনাজপুর-৪ আসনের জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লার সঙ্গে ঢাকাস্থ ভোটারদের মতবিনিময় সভা

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় বসবাসরত চিরিরবন্দর ও খানসামা উপজেলার জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা।

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর কল্যাণপুরে কাচ্চি মাশাল্লাহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা জামায়াতের আমীর সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নির্বাচনী আসনের পরিচালনা পরিচালক রাজিবুর রহমান পলাশ।
বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী মশিউর রহমান, যা উপস্থিত অতিথিদের মাঝে আলাদা আবেগ ও উৎসাহ জাগিয়ে তোলে।

সভায় দুই উপজেলার ঢাকাস্থ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও ছাত্রসমাজের প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নিয়ে নির্বাচনের আগাম প্রস্তুতি, এলাকার উন্নয়ন ভাবনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি আফতাব উদ্দিন মোল্লা তার বক্তব্যে বলেন, “দীর্ঘ সময় ধরে চলা আওয়ামী অপশাসন থেকে জাতি এখন কিছুটা মুক্ত হলেও তাদের অনিয়ম-দুর্নীতির ধারা থেমে নেই। জনগণের অধিকার আদায়ে, সুশাসন প্রতিষ্ঠায় এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। এই দেশ কার হাতে নিরাপদ তা বিবেচনার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “জনগণ এখন আর প্রতিশ্রুতির ফাঁদে পা দেয় না। তারা বাস্তব পরিবর্তন চায়। আমি সেই পরিবর্তনের প্রতীক হতে চাই—ন্যায়ের, ইনসাফের ও কল্যাণ রাষ্ট্রের প্রতীক।”
সভায় তিনি আগামীতেও সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সবার প্রতি আগামী সংসদ নির্বাচনে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা আফতাব উদ্দিন মোল্লার নেতৃত্ব, সামাজিক ভাবনা ও রাজনৈতিক কার্যক্রমের প্রশংসা করেন এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ধরনের মতবিনিময় সভা নির্বাচনের পূর্বমুহূর্তে প্রবাসী ও রাজধানীতে অবস্থানরত ভোটারদের মধ্যে সচেতনতা ও ঐক্য গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আয়োজকরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট