1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে আলোচনার শীর্ষে মো. জসীমউদ্দীন হাওলাদার পঞ্চগড়ে জমি দখল ও অর্থ আত্মসাৎচেষ্টায় দুই ব্যাংক কর্মকর্তা ও অধ্যক্ষ কারাগারে নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, এক জনের শরীরে হাতির পায়ের চিহ্নের ইঙ্গিত মধুপুরে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রাজধানীতে সোহাগ হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল সোহাগ হত্যার প্রতিবাদে রাজশাহীতে রাজপথ কাঁপাল শিক্ষার্থীরা: ‘‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না!’’ নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বকশীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রাম পুলিশ সদস্য আটক, উদ্ধার ইয়াবা ও হেরোইন মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা শেরপুরে গ্রেফতার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক নজরুল ইসলাম

পলাশবাড়ীতে জাসাসের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে জাসাসের আয়োজিত নির্বাচনী সভায় বক্তৃতা করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পাশে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা ও উৎসাহী জনতা।
পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে জাসাসের আয়োজিত নির্বাচনী সভায় বক্তৃতা করছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

ইউনিয়নের ২, ৩, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের জাসাস নেতাকর্মীদের সমন্বয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাসাসের সভাপতি ওসমান গনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাহান মিয়া।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজ অবৈধ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সময় এসেছে। ধানের শীষে ভোট দিয়ে এই সরকারকে বিদায় জানাতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল সরকার হানিফ, সাবেক যুবদল নেতা লিটন, কিশোরগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানারুল ইসলাম ও সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জামশেদ রানা বাবু, রাজু মিয়া, শামীম আহমেদ, সদস্য মোহাব্বত, মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ, জাসাসের সাধারণ সম্পাদক রাখু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদার, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব মতিউর রহমান, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল, ছাত্রনেতা প্রান্ত, মারুফ আকন্দ, সাবেক ছাত্রদল নেতা আখতারুজ্জামান বাবু, রাহাত ও সিয়াম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এই সরকার গণতন্ত্র হরণ করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও জবাবদিহিহীনতার কারণে দেশ আজ দেউলিয়া হয়ে পড়েছে।” তারা ধানের শীষ প্রতীকে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

এছাড়াও তারা নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনে কোনো ষড়যন্ত্র হলে তার শক্ত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন।

নেতাকর্মীরা সভায় বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি ও রূপরেখা তুলে ধরে বলেন, “এই কর্মসূচি বাস্তবায়ন হলে জনগণের অধিকার নিশ্চিত হবে, দেশের উন্নয়ন হবে টেকসই এবং গণতন্ত্র ফিরে আসবে।”

সভায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আগতরা স্লোগান দিয়ে ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক উজ্জীবিত মনোভাব প্রকাশ করেন।

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এবং পরবর্তী নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে জাসাসের আয়োজিত নির্বাচনী সভায় বক্তৃতা করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পাশে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা ও উৎসাহী জনতা।

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে জাসাসের আয়োজিত নির্বাচনী সভায় বক্তৃতা করছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট