আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
নালিতাবাড়ীতে মিথ্যা তথ্য প্রচার, মানহানিকর অপপ্রচার এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।
রোববার (৬ জুলাই) রাতে নালিতাবাড়ী শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং শহীদ মিনার চত্বরে অবস্থিত নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মিজানুর রহমান।
তিনি অভিযোগ করেন, ঢাকাস্থ নালিতাবাড়ীর বাসিন্দা সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর একটি নামসর্বস্ব, নিবন্ধনবিহীন ফেসবুক পেজ ‘এসকে টেলিভিশন’-এর মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান জানান,
“সাঈদ আঙ্গুর ১২তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মতিয়া চৌধুরীর বিকল্প (ড্যামি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। সেই নির্বাচন আওয়ামী লীগের টাকায় করলেও এখন তিনি ‘জনতার দল’-এর পরিচয় দিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছেন।”
তিনি আরও বলেন,
“আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল, কৃষক দল ও উপজেলা বিএনপির বিভিন্ন দায়িত্বে ছিলাম। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি, ফেরারি থেকেছি। এখন ব্যবসা করে স্বাভাবিক জীবনযাপন করছি। অথচ সাঈদ আঙ্গুর তার কথিত টিভি চ্যানেলের মাধ্যমে মাদকাসক্তদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে তিনি সাঈদ আঙ্গুরকে একসময়কার ‘হোটেল বয়’ ও ‘পকেটমার’ হিসেবে উল্লেখ করে বলেন,
“বর্তমানেও তিনি প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্ত রয়েছেন। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, বাঘবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মো. কাঞ্চন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবীর ও বিএনপি নেতা আমিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা এ সময় সাঈদ আঙ্গুরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।