মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের জব্দকৃত গারো পাহাড় থেকে উত্তোলিত ১৫ শ সিএফটি লাল বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বকশীগঞ্জ থানা চত্বরে এ নিলাম অনুষ্ঠিত হয়। মোট ৯ জন ক্রেতা নিলামে অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে আমান উল্লাহ আমান নামের এক স্থানীয় ব্যবসায়ীর হাতে বালু হস্তান্তর করা হয়।
নিলাম চলাকালে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন ও নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সম্প্রতি বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাহাড়ি লাল বালুবাহী ৩টি ট্রাক জব্দ করে। জব্দকৃত মোট ১৫ শ সিএফটি বালু মঙ্গলবার প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল।