1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে গারুড়িয়ার সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মশালা গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল: আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করলো বিএসএফ বকশীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক চাটখিলে তারেক রহমানের বিরুদ্ধে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে আনিছের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীবরদীতে রাতভর অভিযান: অবৈধ বালু উত্তোলনে জড়িত ৫ জনকে কারাদণ্ড গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ, জননিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন রাজশাহীতে চিকিৎসকের শিশুপুত্রকে নির্মমভাবে হ-ত্যা: পাটক্ষেতের ঘাসে মিললো লা-শ ঝিনাইগাতীতে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা উপহার দিলো “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠন

নোয়াখালীতে অপপ্রচারের প্রতিবাদে জামেয়া ওসমানিয়া মাদ্রাসার সংবাদ সম্মেলন

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে
ছবি প্রতিনিধি

মো. বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিল উপজেলার কওমি অঙ্গনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ওসমানিয়া মাদ্রাসার কার্যকরী কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসার শিক্ষক হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি হারুনুর রশীদ। তিনি বলেন, মাদ্রাসাটি ২০০৫ সালে এলাকাবাসী, দানশীল ব্যক্তি ও আলেমদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি একটি অরাজনৈতিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। কিন্তু সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে মাদ্রাসার কার্যকরী কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

তিনি আরও জানান, গত ১৪ জুন ২০২৫ মাদ্রাসার ৩৩তম কার্যকরী সভা চলাকালীন কিছু লোক সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পরে মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে বিভ্রান্তিকর স্মারকলিপি প্রেরণ করে। এতে জামেয়ার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে জানানো হয়, জামেয়ার সংবিধান প্রণয়ন প্রক্রিয়া পূর্বেই শুরু হয়েছে এবং বৈধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাজেই সংবিধানের দোহাই দিয়ে বিভ্রান্তি ছড়ানো অযৌক্তিক।

মাদ্রাসার শাইখুল হাদীস মুফতি মুহা. আছেমকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, তিনি প্রতিষ্ঠার শুরু থেকে জামেয়ার সাথে জড়িত একজন সম্মানিত শিক্ষক এবং কখনোই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা মাদ্রাসার বিরুদ্ধে প্রকাশিত সকল অসত্য তথ্য ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে দায়িত্বশীলদের নিঃশর্তভাবে স্মারকলিপি প্রত্যাহার ও ভুল স্বীকারের আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে এর ফলে কোনো অঘটন ঘটলে তার দায় সংশ্লিষ্টদের ওপর বর্তাবে বলে সতর্ক করেন তারা।

পরিশেষে, মাদ্রাসার মুহতামিম মাও. ইউছুফ ও শাইখুল হাদীস মুফতি আছেম মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট