1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জামাল খান হত্যা মামলায় ১০ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ মাইলস্টোনে হতাহতদের দোয়া মাহফিলে যাওয়ার পথে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, দুই স্কুলছাত্রী কন্যা আহত নোয়াখালীতে পৃথক অটোরিকশা দুর্ঘটনায় দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু বকশীগঞ্জে দোকানে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ৩ বছরের শিশুর করুণ মৃত্যু উত্তরার বিমান দুর্ঘটনায় ২৭ শিক্ষার্থীর মৃত্যু: বরেন্দ্র প্রেসক্লাবের গভীর শোক ও তদন্তের দাবি পাইকগাছায় ক্ষুদ্র চাষী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করলো উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিলেন স্কুলছাত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ময়মনসিংহ মেডিকেলে রাজশাহীর বাঘায় এইচটিআই’র উদ্যোগে ৩২৫ শিক্ষার্থীর জন্য ফ্রি দাঁতের চিকিৎসা ও সচেতনতামূলক ক্যাম্প বরিশালে শ্রমিক দলের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল, সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ নান্দাইলে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষ মেলা ও রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও সারমিনা সাত্তার

রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয়ে দুই যুবক অ-প-হ-র-ণ: প্রধান আসামি গ্রেফতার

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাঘা পৌরসভার চকনারায়নপুর এলাকায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে দুই যুবককে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আলোচিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে গত ২৪ এপ্রিল বিকেলে। ভুক্তভোগী দুই যুবক হলেন মো. মাহিন আহমেদ (১৮) এবং মো. মিনারুল ইসলাম মধু (২০)। তারা দুজনেই স্থানীয়ভাবে পরিচিত এবং একই এলাকায় বসবাস করেন। অপহরণের পর অপহরণকারীরা তাদের পরিবারের কাছে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

অভিযোগে জানা যায়, চকনারায়নপুরের গোলাম কোম্পানির বাড়ির পাশের একটি পাকা সড়ক থেকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মাহিন ও মিনারুলকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। যদিও অপহরণের দিনই ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়েছিল, তবে অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন রেখে দেয়।

ঘটনার পরপরই মাহিন আহমেদের বাবা বাঘা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার নম্বর-৩২, জিআর নং-১১৭, তারিখ ২৬ এপ্রিল ২০২৫। মামলাটি দণ্ডবিধির ১৭০/৩২৩/৩৬৫/৩৮৭/৩৭৯/৫০৬/৩৪ ধারায় রুজু করা হয়, যার মধ্যে রয়েছে জাল পরিচয়ে অপরাধ সংঘটন, অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টাসহ একাধিক অভিযোগ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সিফাত রেজা জানান, পুলিশ সুপার ও বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামানের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মিরগঞ্জ এলাকায় একটি অভিযান চালানো হয়। সেখানে প্রধান অভিযুক্ত মো. সুমন আহমেদকে আটক করার চেষ্টা চালালে সে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে লাল রঙের একটি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা ঘটনার সময় ব্যবহৃত হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

দীর্ঘ নজরদারির পর অবশেষে ২ মে (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে বাঘার চকনারায়নপুর এলাকা থেকে সুমন আহমেদ (২৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে অপহৃত মাহিন আহমেদের ব্যবহৃত একটি Samsung Galaxy S23 স্মার্টফোন উদ্ধার করা হয়, যা ঘটনার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, “ডিবি পরিচয়ে অপহরণ মামলার প্রধান আসামিকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এ ধরনের ভুয়া পরিচয়ে অপরাধ সংগঠনের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”

এদিকে, ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই দাবি করেছেন, এসব ভুয়া ডিবি সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করতে সাহস পাবে না।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে তাদের নাম উঠে আসলে দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট