মোঃ আবুল হাসেম, রাজশাহী:
রাজশাহীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে কথিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু, তার ছেলে মো. জিম ইসলাম ও সহযোগী মো. মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর টিকাপাড়া খুলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন ফজল।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রেসক্লাব দখলের অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা রয়েছে। মামলার বাদী সিয়াম ইসলাম রাজ নামে এক যুবক। অভিযানের পরপরই তিনজনকে থানায় হস্তান্তর করা হয়।
জুলুর আটকের খবরে এলাকাজুড়ে দেখা দেয় চাঞ্চল্য। বহু নির্যাতিত মানুষ ও স্থানীয় জনতা রাজশাহী প্রেসক্লাব চত্বরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং প্রেসক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
প্রসঙ্গত, ঢাকার মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় জুলুর নাম রয়েছে এজাহারনামীয় আসামী হিসেবে, যার সিরিয়াল নম্বর ২৯৪। তার গ্রেফতারের খবরে স্থানীয়রা আনন্দে মিষ্টি বিতরণ করেন এবং সেনাবাহিনীকে অভিনন্দন জানান।