মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় হাবিবা খাতুন (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় বকশীগঞ্জ-রাজীবপুর হাইওয়ে সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাবিবা ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় সরকারপাড়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবার মা ফুলেছা বেগম তাকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে সড়ক পার হচ্ছিলেন। এ সময় আকিজ কোম্পানির সিমেন্টবোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা উ-১১-০০০৪) হঠাৎ এসে হাবিবাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পিকআপভ্যানটি কুড়িগ্রামের রাজীবপুরের দিকে যাচ্ছিল। ঘটনার পর স্থানীয় জনতা চালক ও গাড়িটিকে আটক করে।
শিশুটির মা ফুলেছা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “হাবিবা আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। রাস্তার মাঝখানে এসে হঠাৎ আমার হাত ছেড়ে দেয়, আর তখনই চাকার নিচে পড়ে মারা যায়।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।