1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা গ্রেফতার নালিতাবাড়ীতে মরাখালি বাজারে ১৯ বস্তা সরকারি টিসিবির চাল জব্দ বাকেরগঞ্জে জামাল খান হত্যা মামলায় ১০ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ মাইলস্টোনে হতাহতদের দোয়া মাহফিলে যাওয়ার পথে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, দুই স্কুলছাত্রী কন্যা আহত নোয়াখালীতে পৃথক অটোরিকশা দুর্ঘটনায় দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু বকশীগঞ্জে দোকানে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ৩ বছরের শিশুর করুণ মৃত্যু উত্তরার বিমান দুর্ঘটনায় ২৭ শিক্ষার্থীর মৃত্যু: বরেন্দ্র প্রেসক্লাবের গভীর শোক ও তদন্তের দাবি পাইকগাছায় ক্ষুদ্র চাষী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করলো উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিলেন স্কুলছাত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ময়মনসিংহ মেডিকেলে রাজশাহীর বাঘায় এইচটিআই’র উদ্যোগে ৩২৫ শিক্ষার্থীর জন্য ফ্রি দাঁতের চিকিৎসা ও সচেতনতামূলক ক্যাম্প

সাবেক মেয়র আইভীকে আটক চেষ্টার গুঞ্জনে নারায়ণগঞ্জে উত্তেজনা, এলাকাবাসীর বিক্ষোভ

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ, ৯ মে:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটক চেষ্টার খবর ছড়িয়ে পড়ার পর তার বাসভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ নামক বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইভীকে আটকের গুঞ্জনে শত শত মানুষ তার বাড়ির সামনে সমবেত হন এবং “আইভী আপার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে”– এমন বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। বাড়ির গেটের দুই দিক বাঁশ, ভ্যানগাড়ি ও ঠেলাগাড়ি দিয়ে আটকে দেন এলাকাবাসী, যাতে বাইরে কেউ প্রবেশ করতে না পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল বাসভবনে প্রবেশ করে। এ সময় আশপাশের মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়। পরবর্তীতে পুলিশ সদস্যরাও ঘরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন বলে জানা যায়।

তবে এ বিষয়ে এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে নিহত এক পোশাকশ্রমিকের ঘটনায় দায়ের হওয়া মামলায় সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়েছে। মামলায় আরও ১৩২ জনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়।

আইভী ২০০৩ সালে পৌরসভার চেয়ারম্যান, পরে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে তিনবার মেয়র পদে জয়ী হন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গত আগস্টে তাকে অপসারণ করা হয়। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি ‘পরিচ্ছন্ন রাজনীতিবিদ’ হিসেবে স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট