রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে এক যুবদল নেতার চাষকৃত পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে পুকুরের প্রায় ১৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক যুবদল নেতা আনোয়ার হোসেন।
ঘটনাটি ঘটেছে রোববার (৮ জুন) রাতে, উপজেলার আমগ্রাম এলাকায়। কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, তিন মাস আগে আমগ্রামে রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে প্রায় তিন বিঘা জমির একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। পুকুরে ট্যাংরা, সিং, রুই, মিরকা সহ বিভিন্ন জাতের মাছ ছিল যা ইতোমধ্যে বড় হয়ে উঠেছিল।
তিনি আরও জানান, সোমবার সন্ধ্যায় মাছের খাবার দিয়ে বাড়ি ফেরার পর মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে দেখেন, প্রায় সব মাছ মরে পানিতে ভেসে আছে। আনোয়ারের অভিযোগ, সোমবার স্থানীয় একজনের সঙ্গে তার মারামারির ঘটনা ঘটে। তিনি আশঙ্কা করছেন, সেই ঘটনার জের ধরেই প্রতিপক্ষ তার পুকুরে গ্যাস ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে।
ঘটনার পর মঙ্গলবার আনোয়ার হোসেন রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”